ছয় গুণীজনকে চন্দ্রাবতী সাহিত্য পুরস্কার প্রদান
দেশের ছয় গুণীজনকে চন্দ্রাবতী সাহিত্য পুরস্কার প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠানে তাদের এ পুরস্কার দেওয়া হয়।
চন্দ্রাবতী সাহিত্য পুরস্কার পেয়ে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন—কবি ও শিশুসাহিত্যিক ফারুক নওয়াজ, কবি ও নাট্যকার সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কথাসাহিত্যিক আকিমুন রহমান, প্রাবন্ধিক সরকার আব্দুল মান্নান, কবি ও গবেষক সালিম সাবরিন এবং নজরুল সঙ্গীত শিল্পী, গবেষক ও ছায়ানট কলকাতার সভাপতি সোমঋতা মল্লিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মুখ্য সচিব কবি আবু নাসের কামাল চৌধুরী। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক রফিকউল্লাহ খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক সচিব কবি আসাদ মান্নান, কবি ও গবেষক শিহাব শাহরিয়ার।
প্রধান অতিথি আবু নাসের বলেন, ‘চন্দ্রাবতী পুরস্কার অব্যাহত থাকুক। আগামী দিনেও বিদগ্ধজনদের যথাযথ বিবেচনায় রেখে যেনো পুরস্কার প্রদান করা হয়। চন্দ্রাবতী পুরস্কার ও চন্দ্রাবতী ছোট কাগজের উত্তরোত্তর সাফল্য কামনা করি।’
কবি আসাদ মান্নান বলেন, ‘এমন মহৎ সুন্দর আয়োজন সাফল্যে ভরে উঠুক।’
সভাপতি বলেন, ‘আজকের আয়োজন চমৎকার। চন্দ্রাবতী পুরস্কার ভবিষ্যতে বাংলা সাহিত্যে বিশেষ স্থান অর্জন করুন।’
এ ছাড়া পুরস্কারপ্রাপ্ত গুণীজনদের নিয়ে বক্তব্য দেন আনন গ্রুপের চেয়ারম্যান ও আনন প্রকাশনীর কর্ণধার কবি স ম শামসুল আলম, কথাসাহিত্যিক বাংলা একাডেমির উপপরিচালক মনি হায়দার, বোধিদ্রুম পাঠচক্রের প্রতিষ্ঠাতা গল্পকার মোহাম্মদ আলী, জাতীয় সাহিত্য ফাউন্ডেশনের সভাপতি কবি মির্জা হজরত সাঈজি, কবি ও সংগঠক স্বাধীন চৌধুরী।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন কবি ও বাচিকশিল্পী মনিরুজ্জামান পলাশ ও জিনিয়া ফেরদৌস রুনা।