নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘স্মৃতিতে স্মরণে আলী যাকের’

এশিয়াটিক থ্রিসিক্সটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব প্রয়াত আলী যাকেরের জন্মদিন ও প্রয়াণ দিবস উপলক্ষে ‘নাগরিক নাট্য সম্প্রদায়’ আয়োজন করছে ‘স্মৃতিতে স্মরণে আলী যাকের’ শীর্ষক একটি অনুষ্ঠান। ১৯৪৪ সালের ৬ নভেম্বর জন্মগ্রহণ করেন এবং তিন বছর আগে ২৭ নভেম্বর পরপারে পাড়ি জমান দেশবরেণ্য নাট্যজন আলী যাকের।
নাগরিক নাট্য সম্প্রদায়ের সভাপতি আসাদুজ্জামান নূর ও সাধারণ সম্পাদক সারা যাকের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রয়াত অভিনেতা আলী যাকেরকে স্মরণ করা হবে স্মৃতিকথা, গান-কবিতায়।
আগামী শুক্রবার (২৪ নভেম্বর) বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে এই অনুষ্ঠান। সেখানে স্মারক বক্তৃতা প্রদান করবেন ওপার বাংলার বরেণ্য নাট্যজন বিভাস চক্রবর্তী।
এ আয়োজন নিয়ে জানতে চাইলে আসাদুজ্জামান নূর জানান, অনুষ্ঠানে তিনিসহ আরো বেশ কয়েকজন সম্মানিত অতিথি আলোচনায় অংশ নেবেন। আলোচনা পর্ব শেষে তার অভিনীত বিভিন্ন নাটকের অংশবিশেষ মঞ্চস্থ হওয়ার পাশাপাশি তার প্রিয় গান-কবিতার অংশ বিশেষও কেউ গাইবেন, আবৃত্তি করবেন। নৃত্য পরিবেশনাও থাকবে। মূলত নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত শিল্পীরাই পারফরম্যান্সে অংশগ্রহণ করবেন।
শিল্পকলায় অবদানের জন্য ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার আলী যাকেরকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত করে। এ ছাড়া তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার, মুনীর চৌধুরী পদক, নরেন বিশ্বাস পদকেও ভূষিত হয়েছিলেন।
মৃত্যুর আগ পর্যন্ত আলী যাকের নাগরিক নাট্য সম্প্রদায়ে সভাপতি ছিলেন। গুণী এ অভিনেতা মঞ্চ ও টেলিভিশন দুই মাধ্যমেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন।