বিশ্বজিৎ চৌধুরীর উপন্যাস ‘নার্গিস’ নিয়ে আলোচনা
সম্প্রতি ব্র্যাক ব্যাংক চট্টগ্রাম রিডিং ক্যাফের সদস্যরা বিশ্বজিৎ চৌধুরীর মনোমুগ্ধকর উপন্যাস ‘নার্গিস’ নিয়ে এক সাহিত্যসভার আয়োজন করে। প্রখ্যাত কবি কাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী সৈয়দা খাতুন ‘নার্গিস’ নামে পরিচিত ছিলেন। উপন্যাসটিতে এই সৈয়দা খাতুন, অর্থাৎ নার্গিসের জীবনকে শৈল্পিকভাবে তুলে ধরা হয়েছে।
এই উপন্যাসে নজরুল এবং নার্গিসের মধ্যে থাকা রহস্যময় সম্পর্কের গল্প তুলে ধরা হয়েছে।
আলোচনা অনুষ্ঠানে উপন্যাসটি রচনায় নিজের অনুপ্রেরণার বিষয়ে বিশ্বজিৎ চৌধুরী বলেন, “স্কুলের একটি অনুষ্ঠানে ‘নার্গিসের কাছে নজরুলের চিঠি’ আবৃত্তি শুনে এই নারীর সম্পর্কে আমার কৌতূহল সৃষ্টি হয়। এরপর সেই কৌতূহল আর কখনও ম্লান হওয়ার সুযোগ তৈরি হয়নি। কবি নজরুলের জীবন ও সাহিত্য তুলনামূলকভাবে সহজবোধ্য হলেও অস্পষ্টতায় আচ্ছন্ন নার্গিস নামের এক তরুণীকে কে চিনবে? অনেক বছর ধরে তাকে নিয়ে গবেষণা করে অবশেষে ‘নার্গিস’ উপন্যাসটি লিখলাম। এতে প্রেম ও বলিদানে ভরা এবং ক্ষয়ে ক্ষয়ে স্বর্ণোজ্জ্বল হয়ে ওঠা একজন নারীর জীবন চিত্রিত করার চেষ্টা করেছি আমি।”
রিডিং ক্যাফেতে অংশগ্রহণকারীরা নিজেদের মতামত তুলে ধরে বলেন যে, নজরুল ও নার্গিসের সম্পর্ক শুধু রহস্যময়ই নয়, কৌতূহলোদ্দীপকও বটে। ইতিহাসের এই অধ্যায়ের বর্ণনামূলক ব্যাখ্যার জন্য তারা লেখক বিশ্বজিৎ চৌধুরীর প্রশংসা করেন। একজন নিবেদিতপ্রাণ গবেষক ও ঐতিহাসিকের সততা নিয়ে বিশ্বজিৎ চৌধুরী গল্পটিকে একটি প্রাণবন্ত ও চিত্রময় রূপ দিয়েছেন।