বাংলা একাডেমি পুরস্কার ফিরিয়ে দিলেন জাকির তালুকদার
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফিরিয়ে দিয়েছেন কথাসাহিত্যিক জাকির তালুকদার। ১০ বছর আগে পাওয়া পুরস্কার ফেরতের তথ্য নিজের ভেরিফাইয়েড ফেসবুক আইডিতে এক পোস্টে আজ রোববার (২৮ জানুয়ারি) নিশ্চিত করেছেন তিনি। তবে, কারণ জানাননি তিনি। এর চার দিন আগে গত বুধবার ২০২৩ সালের পুরস্কারের জন্য বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ থেকে তালিকা প্রকাশ করা হয়, যা বেশ কিছু আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
জাকির তালুকদার আজ তার বাংলা একাডেমি পুরস্কার ফিরিয়ে দেওয়ার পোস্টে লিখেছেন, ‘পাঠিয়ে দিলাম। খুব ভারমুক্ত লাগছে।’
ওই পোস্টের সঙ্গে পুরস্কার ফেরত দেওয়ার আবেদন ফর্মের শুরুর অংশের একটি ছবি এবং একটি চেকের পাতা সংযুক্ত করেছেন জাকির তালুকদার।
২০১৪ সালে বাংলা একাডেমি থেকে এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন জাকির তালুকদার। দশ বছর পর পুরস্কার ফেরত কেন দিলেন, সে বিষয়ে কিছু বলেননি তিনি। তার মুঠোফোনে যোগাযোগ করা হলে কল ধরেননি তিনি।
আজ পোস্টের ঠিক আগের পোস্টে জাকির তালুকদার লেখেন, ‘লিখতে এসেছেন ভালো কথা। শ্রেণি বোঝেন? শ্রেণিচেতনা? মুক্তিযুদ্ধের চেতনা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেন। বোঝেন মুক্তিযুদ্ধের চেতনা কী? মুক্তবাজার পুঁজিবাদি অর্থনীতি কি মুক্তিযুদ্ধের চেতনার সাথে খাপ খায়?
কথাসাহিত্যিক জাকির তালুকদারের পুরস্কার ফেরত বিষয়ে জানতে বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদার কাছে জানতে চাইলে তিনি মিটিংয়ে আছেন এবং কথা ভেঙে ভেঙে শেনা যাচ্ছে। এজন্য পরে কথা বলবেন বলে জানান।