জি এম জুলফিকার আব্দুল্লাহর নতুন বই ‘খুঁজে ফিরি’ এখন মেলায়

Looks like you've blocked notifications!

অমর একুশে বইমেলায় এসেছে জি এম জুলফিকার আব্দুল্লাহর কবিতার বই ‘খুঁজে ফিরি’। পেশায় শিক্ষক বইটি কবির পঞ্চম কাব্যগ্রন্থ। সামাজিক নানা প্রেক্ষাপট ও ভালোবাসা নিংড়ানো তার পঙক্তিমালায় ঘুরে ফিরে এসেছে বাস্তবতা, দিয়েছেন পরামর্শ। পারিবারিক বন্ধন তুলে ধরা তার কবিতায় আছে উপদেশও।

রৌদ্রছায়া প্রকাশনের ৫৫৫ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। যার প্রচ্ছদ করেছেন রৌদ্রনীল। ২৫ শতাংশ কমিশনসহ ১৮০ টাকায় সংগ্রহ করা যাচ্ছে ‘খুঁজে ফিরি’।

জি এম জুলফিকার আব্দুল্লাহর জন্ম ১৯৬৫ সালের ১৯ মে সাতক্ষীরার কালীগঞ্জে। তিনি জানান, তার লেখালেখি শুরু কলেজজীবন থেকে। মানুষের জীবন-জীবিকা, ধর্ম, মূল্যবোধকে লেখায় ফুটিয়ে তোলার চেষ্টা করেন তিনি। তবে, যে লেখা তাকে নাড়িয়ে তোলে, সেটি কলমের আঁচড়ে লিখে রাখেন। আর সেই লেখা মলাটবন্দি হয়েছে এই বইয়ে।

কবি লেখালেখির পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বতর্মানে ফুলতলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

কবির নিজের উপলব্ধি থেকে বেরিয়ে আসা বিখ্যাত উক্তি, ‘প্রতিটি শিক্ষার্থী আমার রক্তের বিন্দুর মতো।’