বইমেলার সময় বাড়ল

Looks like you've blocked notifications!

আরও দুদিন বাড়ানো হয়েছে অমর একুশে বইমেলা। মেলা চলবে আগামী ২ মার্চ পর্যন্ত। এদিকে শেষ সপ্তাহে বইমেলায় সন্ধ্যার পর থেকে দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল বইমেলা। কর্মদিবস হলেও পুরো মাসে যারা সময় করে উঠতে পারেননি, মূলত তারাই গিয়েছেন মেলায়। এ পর্যন্ত মেলায় তিন হাজারের বেশি বই প্রকাশিত হয়েছে এবারের বইমেলায়।

গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নূরুল হুদা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিতে বইমেলার সময়সীমা দুদিন বাড়ানো হয়েছে।’

বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, গতকাল ২৭তম দিনে মেলায় নতুন বই এসেছে ৯৫টি। আজ বুধবার অমর একুশে বইমেলার ২৮তম দিনে মেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। এদিন বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ : মুনীর চৌধুরী এবং স্মরণ : হুমায়ুন আজাদ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।