রাজধানীতে ৮ম জুরাইন বইমেলার উদ্বোধন
রাজধানীতে তিনদিন ব্যাপী ৮ম জুরাইন বইমেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১১টায় রাজধানীর পূর্ব জুরাইনের খালপাড় মিষ্টির দোকান এলাকায় এই মেলা বসেছে। বইমেলা চলবে ৯ মার্চ পর্যন্ত।
এবারের বইমেলার স্লোগান হচ্ছে– ‘জ্ঞান, প্রজ্ঞা ও সৃজনশীলতা নিয়ে বেড়ে উঠুক প্রজন্ম।’ সৃজনশীল এই আয়োজনের উদ্ধোধন করবেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক।
মেলায় অংশগ্রহণ করবে বাংলাদেশের স্বনামধন্য ও প্রতিষ্ঠিত প্রায় ৩০টি প্রকাশনা প্রতিষ্ঠান। প্রতিদিনের মেলায় আরও থাকবে বিদগ্ধ বুদ্ধিজীবীদের অংশগ্রহণে বিষয়ভিত্তিক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিগত বইমেলাগুলো আপনাদের আন্তরিক অনুপ্রেরণা ও সহযোগিতায় সফল হয়েছে। আমরা আশা করছি, সুস্থ সাংস্কৃতিক চর্চা এবং প্রজ্ঞাবান ও সৃজনশীল প্রজন্ম গড়ার প্রয়াস হিসেবে আয়োজিত এবারের বইমেলাতেও আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে। সেইসাথে বইমেলায় আপনার সবান্ধব উপস্থিতি মেলা প্রাঙ্গনকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে প্রত্যাশা করছি।