ঢাকায় ‘পয়েট্রি ফর ফিলিস্তিন’ সম্মেলনে আলোচনা ও কবিতা পাঠ
ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র ও জাতীয় কবিতা মঞ্চের উদ্যোগে আজ শনিবার (২৬ অক্টোবর) বিকেলে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট অডিটোরিয়ামে ‘পয়েট্রি ফর ফিলিস্তিন’শীর্ষক আলোচনা ও কবিতা পাঠের আয়োজন করা হয়।
দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানটির আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী, রাজনীতিবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব মজিবুর রহমান মঞ্জু এবং সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল এহতেশামুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেযা মীরমোহাম্মাদী। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমান। ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের জনসংযোগ বিভাগের পরিচালক মো. সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় কবিতা মঞ্চের সভাপতি কবি মাহমুদুল হাসান নিজামী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মুসলমানদের পুণ্যভূমি ফিলিস্তিন আজ রক্তে রঞ্জিত। দখলদার ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের অব্যাহত বর্বর হামলায় গত এক বছরে ফিলিস্তিনের প্রায় অর্ধলক্ষ নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছে। তাদের এই পাশবিক হামলা থেকে ফিলিস্তিনের অসহায় নারী, শিশু ও বৃদ্ধরাও রেহায় পাচ্ছে না। তাদের আর্তনাদে ফিলিস্তিনের আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে অথচ আন্তর্জাতিক সমাজ এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে।
বক্তারা ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি সেনাদের অব্যাহত গণহত্যা অভিযানের তীব্র নিন্দা জানান। অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাসমূহ ও ইসলামী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।
বক্তারা ইসরায়েলের অব্যাহত পাশবিক হামলার প্রতিবাদে ফিলিস্তিন ও লেবাননের সংগ্রামী জনতার প্রতিরোধ আন্দোলনের প্রশংসা করে বলেন, মাতৃভূমি রক্ষায় ফিলিস্তিন ও লেবাননের মুজাহিদদের রক্ত বৃথা যেতে পারে না। আল্লাহর রহমত তাদের সাথে রয়েছে। বিজয় তাদের আসবেই। উড়বে স্বাধীন ফিলিস্তিনের পতাকা। আর সেদিন বেশি দূরে নয়। অনুষ্ঠানে ফিলিস্তিনের উপর কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করা হয়।