বাংলাদেশে দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া বাংলাদেশে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। ২১ নভেম্বর তাদের ঢাকাস্থ দূতাবাসটি বন্ধ করে দিয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র আজ সোমবার দুপুরে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, মাসখানেক আগেই কূটনৈতিক পত্রের মাধ্যমে দূতাবাস বন্ধের বিষয়টি জানিয়েছিল উত্তর কোরিয়া। আর্থিক ও অন্যান্য কিছু কারণে বাংলাদেশ থেকে দেশটি তাদের দূতাবাসের কার্যক্রম প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। এরপর দেশটির রাষ্ট্রদূত ২১ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করেন।
উত্তর কোরিয়ায় বাংলাদেশেরও দূতাবাস নেই। তবে বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে উত্তর কোরিয়ার দূতাবাস কাজ শুরু করে।