উদীচীর গান-আবৃত্তি-নৃত্য ও স্মৃতিচারণে অধ্যাপক যতীন সরকার স্মরণ
গান, আবৃত্তি, নাচ ও সশ্রদ্ধ স্মৃতিচারণের মাধ্যমে উদীচীর সাবেক সভাপতি, দেশবরেণ্য বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাহিত্যিক, প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকারকে স্মরণ করল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নাগরিক শোকসভার আয়োজন করা হয়। শোকসভার শুরুতেই যতীন সরকার-এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উদীচী কেন্দ্রীয় সংসদ, ঢাকা মহানগরের অন্তর্ভুক্ত কয়েকটি শাখা সংসদ এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।
এরপর এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় শোকসভার কার্যক্রম। এ পর্বের শুরুতে অধ্যাপক যতীন সরকার-এর সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি, বিশিষ্ট বাচিকশিল্পী বেলায়েত হোসেন। এরপর ‘আছে দুঃখ, আছে মৃত্যু’ গানটি পরিবেশন করেন বিশিষ্ট সংগীতশিল্পী মহাদেব ঘোষ। এরপর ‘আকাশ ভরা সূর্য তারা’ গানের সাথে একক নৃত্য পরিবেশন করে উদীচী গেন্ডারিয়া শাখার শিল্পী তামান্না সিদ্দিকী নীলা।
এরপর বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় আবৃত্তি বিভাগের বাচিকশিল্পীরা। কাজী নজরুল ইসলাম রচিত কবিতা নিয়ে প্রযোজনা উপস্থাপন করেন তারা। তিনটি সম্মেলক সংগীত পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় সংগীত বিভাগের শিল্পীরা। তারা পরিবেশন করেন অধ্যাপক যতীন সরকার-এর প্রিয় গান ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ ও ‘বিশ্বসাথে যোগে যেথায় বিহার’ গান দুটি। এছাড়াও, পরিবেশন করেন ‘তুমি কি কেবলই ছবি’ গানটি। এরপর অধ্যাপক যতীন সরকার-এর জীবন-কর্ম নিয়ে স্বরচিত পুঁথি পাঠ করেন উদীচী কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য তুষার চন্দন।
এরপর উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম-এর সভাপতিত্বে শুরু হয় আলোচনা ও স্মৃতিচারণ পর্ব। এ পর্বের শুরুতে অধ্যাপক যতীন সরকারের মেয়ে সুদীপ্তা সরকারের অডিও বার্তা শোনানো হয়। যতীন সরকারের স্ত্রীর দুর্বল শারীরিক অবস্থা এবং পেশাগত ব্যস্ততার কারণে ঢাকায় আসতে না পারায় অডিও বার্তা পাঠান সুদীপ্তা সরকার।
এরপর অধ্যাপক যতীন সরকার-এর জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন তাঁর ছাত্র, সহযোদ্ধা ও সহকর্মীরা। আলোচনা করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. আবু সাঈদ, উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি অধ্যাপক নিরঞ্জন অধিকারী, বিশিষ্ট সাংবাদিক সোহরাব হাসান, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক প্রণয় সাহা, উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম সিদ্দিক রানা, অধ্যাপক যতীন সরকার রচিত বিভিন্ন বই নিয়ে গবেষণাকারী অধ্যাপক সরোজ মোস্তফা, যতীন সরকারের স্নেহধন্য স্বপন ধর, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ প্রমুখ। নাগরিক শোকসভাটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিতরঞ্জন দে।
প্রসঙ্গত, গত ১৩ আগস্ট দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক যতীন সরকার। ওইদিন রাতেই নেত্রকোনা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

নিজস্ব প্রতিবেদক