আইনজীবী সালাউদ্দিন রিমান্ডে
সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির (বার) নির্বাচনে মারধর, ভাঙচুর ও চুরির ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় সালাউদ্দিন রিগ্যান নামে এক আইনজীবীর একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এই আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) নিজাম উদ্দিন এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামি রিগ্যানকে হাজির করে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) জুলহাস উদ্দিন। অন্যদিকে, আসামি পক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে একদিন রিমান্ডের আদেশ দেন।’
নথি থেকে জানা গেছে, গতকাল রাতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা রবিউল হাসান বাদী হয়ে এ মামলা করেন। মামলায় দণ্ডবিধির ১৪৩/৩২৩/৪৪৮/৩৮০/৪২৭ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।