আগ্নেয়াস্ত্র, গুলিসহ ৫ ডাকাত গ্রেপ্তার
বাগেরহাট জেলা পুলিশের একাধিক দল গতকাল শনিবার (৬ মে) দিনগত গভীর রাতে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে।
আজ রোববার বিকেলে বাগেরহাটের পুলিশ সুপার কে,এম আরিফুল হক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় ডাকাতদের কাছ থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, লুণ্ঠিত একটি স্বর্ণের চেইন, আংটি ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে জব্দ করেছে। গ্রেফতার করা ডাকাতরা হলেন খুলনা শহরের গ্লাক্সোর মোড় এলাকার সোহেল আবিদ ইসলাম ওরফে সোহেল (২৬), বানগাতী-মেটেপোল এলাকার কামাল গাজী (৩৫), নাজিরঘাট এলাকার সুমন ওরফে রানা শেখ (৪০), রূপসা স্ট্যান্ড এলাকার আব্দুল্লাহ ওরফে আলিফ গাজী (২৫) ও বাগেরহাটের কচুয়া উপজেলার গোয়ালমাঠ এলাকার প্রদীপ কুমার স্বর্ণকার (৪০)।
আজ বিকেলে পুলিশ সুপার কে এম আরিফুল হক জানান, গ্রেপ্তার করা পেশাদার আন্তজেলা ডাতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাতে স্বীকার করেছে যে, তারা ১০ জানুয়ারি গভীর রাতে কচুয়া উপজেলা আওয়ামী লীগনেতা আজাদ বালির বাড়িতে ডাকাতির সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে ওই বাড়ি থেকে লুণ্ঠিত একটি একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে। এই ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অন্য ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ সুপার।