ঈদের আগে মহাসড়ক উন্নয়নকাজে ব্যস্ত সওজ! জনজীবনে দুর্ভোগ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/04/13/manikganj-picc.jpg)
আর মাত্র কয়েকদিন বাকি ঈদের। চলছে রমজানকে ঘিরে মুসলিম সম্প্রদায়ের সিয়াম পালন ও ঈদ আয়োজনের কেনাকাটা। এরই মধ্যে মহাসড়কে দেখা গেল ভিন্ন চিত্র।
ঈদের আগে হঠাৎ করেই মহাসড়কের উন্নয়নকাজে ব্যস্ত হয়ে পড়ল সড়ক ও জনপথ কর্তৃপক্ষ।
মানিকগঞ্জ জেলা শহরের বাসস্ট্যান্ডে অবস্থিত দুটি ফুট ওভারব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকজন যাতায়াত করে। মহাসড়ক উন্নয়নের সংস্কারকাজের হঠাৎ এই অগ্রগতি জনজীবনকে ফেলেছে ভোগান্তিতে। সেই সঙ্গে ওভার ব্রিজের নিচে অস্থায়ী বেশ কিছু দোকানির ঈদ ঘিরে স্বপ্ন হয়েছে মলিন।
এ ছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্ট্যান্ড এলাকায় একই রকম চিত্র দেখা যাচ্ছে। এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা ক্ষোভ থাকলেও তারা বলার মতো জায়গা পাচ্ছে না।
এদিকে মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আনিসুল হক এ প্রসঙ্গে বলেন, ‘এটা চলমান কাজ, তেমন অসুবিধা হচ্ছে না। দু-একদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে বলে আমরা আশা করছি।’