মানিকগঞ্জে ডায়ালাইসিস সেন্টার চালু, কিডনি চিকিৎসায় স্বস্তি
মানিকগঞ্জে দীর্ঘদিনের কিডনি চিকিৎসা সংকট নিরসনে আনুষ্ঠানিকভাবে চালু হলো ডায়ালাইসিস সেন্টার। মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে স্থাপিত ‘মুন্নু ডায়ালাইসিস সেন্টার’ সোমবার (২৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। এর ফলে জেলার শত শত কিডনি রোগীর নিয়মিত চিকিৎসার জন্য রাজধানীর ওপর নির্ভরতা বহুলাংশে কমবে।
হাসপাতালের চেয়ারম্যান আফরোজা খানম রিতা সেন্টারটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. জুলফিকার আহমেদ আমিন (অব.), নেফ্রোলজি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ কামরুল হাসান ও ডা. মামুন চৌধুরী রাজুসহ চিকিৎসক ও কর্মকর্তারা।
চিকিৎসা সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রে এই সেন্টারের গুরুত্ব তুলে ধরে আফরোজা খানম রিতা বলেন, মানিকগঞ্জে ডায়ালাইসিস সেবা না থাকায় রোগীদের বাধ্য হয়ে ঢাকায় যাতায়াত করতে হতো। এতে সময়, অর্থ ও শারীরিক চাপ উল্লেখযোগ্যভাবে বাড়ত। নতুন সেন্টার চালুর মাধ্যমে কিডনি রোগীরা প্রথমবারের মতো স্থানীয়ভাবে নিয়মিত চিকিৎসার সুযোগ পাচ্ছেন।
প্রথম পর্যায়ে দুটি ডায়ালাইসিস বেড চালু রাখা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চাহিদা বিবেচনায় দ্রুতই এটি ১০ বেডে সম্প্রসারণ করা হবে। সেন্টারে প্রশিক্ষিত টেকনিশিয়ান, নার্স ও নেফ্রোলজি বিশেষজ্ঞরা দায়িত্ব পালন করবেন।
অধিকাংশ রোগীর দীর্ঘমেয়াদি চিকিৎসায় নিয়মিত ডায়ালাইসিস প্রয়োজন হওয়ায় ব্যয় ও যাতায়াতজনিত চাপ বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। নতুন সেন্টার চালুর ফলে জেলার প্রান্তিক জনগোষ্ঠীও সাশ্রয়ী খরচে ২৪ ঘণ্টা এই সেবা নিতে পারবেন।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ