উখিয়ায় তিন লাখ ২০ হাজার ইয়াবা জব্দ
কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় মিয়ানমার থেকে পাচার হয়ে আসা তিন লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এ সময় ইয়াবা পাচারকারীকেও আটক করা সম্ভব হয়নি।
কক্সবাজার ৩৪-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজিবির এ কর্মকর্তা আরও জানান, বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধীনস্থ রেজুআমতলী বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গতকাল সোমবার মধ্যরাতে কিছু ইয়াবা চোরাকারবারী মিয়ানমার থেকে বিপুল ইয়াবা বাংলাদেশে এনে ক্রয়-বিক্রয় করবে। এ সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপির একটি টহলদল উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের গোলডেবার পাহাড় এলাকায় অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে।
পরে আজ মঙ্গলবার ভোরে ইয়াবা পাচারকারীরা বিজিবি টহলদলের উপস্থিতি টের পাওয়ার পাশাপাশি গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে বিজিবির টহলদলের ওপর অতর্কিতভাবে গুলি করতে থাকে। এ অবস্থায় বিজিবির টহলদল আত্মরক্ষায় পাল্টা গুলি চালালে চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা ব্যাগ ফেলে দ্রুত পাহাড়ের গহীন জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে তিন লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।