এসএসসি পরীক্ষার্থী তাজুন হত্যা, গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
রাজধানীর কদমতলী থানাধীন শনির আখড়া এলাকায় ছুরিকাঘাতে মুশফিকুর রহমান তাজুন (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী খুন হয়। এতে গ্রেপ্তার তিন আসামির একদিন করে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১১ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এই আদেশ দেন।
এদিন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এ মামলার তদন্তকর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন তিন আসামিকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন।
জিজ্ঞাসাবাদে পাঠানো আসামিরা হলেন—মাহমুদুল হাসান, নাজমুস শাকিব ও ইয়ানুর রহমান। তারা প্রত্যেকেই এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
নথি থেকে জানা গেছে, রাজধানীর কদমতলী থানাধীন মুরাদপুর কুদার বাজার এলাকায় বসবাস করেন তাজুন। তার বাবা মোশারফ হোসেন কাতার প্রবাসী। তাজুন দনিয়া একে স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন।
নথি থেকে আরও জানা গেছে, গতকাল বুধবারও তা এসএসসি পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে দুপুরে বাসায় ফেরে সে। এরপর বিকেলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বাসা থেকে বের হয়। সন্ধ্যায় দনিয়া কলেজের সামনে একটি মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনায় ছুরিকাঘাতে আহত হয় সে। পরে কিছু লোকজন তাদেরকে স্থানীয় সালমান হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে তাজুনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তাজুনের দুলাভাই মো. আশিকুর রহমান বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।