এহসান গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালকসহ ৪ কর্মকর্তা কারাগারে
পিরোজপুরের মাল্টিপারপাস কোম্পানি এহসান গ্রুপের অর্থ আত্মসাতের মামলায় প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি রাগীব আহসানসহ চার ভাইকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সরকারি কৌঁসুলি খান মো. আলাউদ্দিন জানান, মো. হারুনর রশিদ নামের এক পাওনাদার সদর থানায় করা ৯১ কোটি ১৫ লাখ ৯৩৩ টাকা আত্মসাতের একটি মামলা করেন। এ মামলায় গ্রেপ্তার হন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি রাগীব আহসান ও তার তিন ভাই। গত ১৩ সেপ্টেম্বর তাদের পিরোজপুর আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহি উদ্দিন তাদের প্রত্যেকের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গতকাল সোমবার রিমান্ড হয়। এরপর আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে আসামিদের আদালতে হাজির করা হলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।