কক্সবাজারের রামুতে যুবকের বিষপান
কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের উত্তর চাকমারকুল গ্রামের মো. কামাল (২০) বিষপান করেছেন। কামাল ওই গ্রামের আমির হোসেনের ছেলে।
মো. কামালকে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা এফাজুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই যুবককে হাসপাতালে আনা হলে প্রাথমিকভাবে তাঁর পাকস্থলি পরিষ্কার করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন মো. কামাল রোববার দুপুর নাগাদ কিছুটা সুস্থ বোধ করেন।
বেশ কয়েকটি অনলাইন পোর্টালে খবর প্রকাশিত হয়—ব্রাজিল সমর্থক হওয়ায় আজ রোববার বাংলাদেশ সময় সকালের কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে ব্রাজিল হেরে যাওয়ায় কামাল বিষপান করেছেন বলে। কিন্তু, কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন কামাল রোববার দুপুর ২টার বলেন, ব্যক্তিগত কারণে বিষপান করেছিলেন তিনি।