কিশোরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে তিন লাখ টাকা জরিমানা
কিশোরগঞ্জে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় দুটি ফিলিং স্টেশনকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার দুপুরে সদর উপজেলার পাবইকান্দি এলাকায় হিমু ফিলিং স্টেশন এবং চৌদ্দশত এলাকায় গোল্ডেন অয়েল কোং অ্যান্ড ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা করে জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফিলিং স্টেশন দুটিতে আকস্মিক অভিযান চালিয়ে প্রতি লিটার ডিজেল, পেট্রোল, অকটেন বিক্রির সময় পরিমাপে কম দেওয়ার বিষয়টি প্রমাণিত হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন লাখ টাকা জরিমানা করা হলে ফিলিং স্টেশন দুটির কর্তৃপক্ষ দোষ স্বীকার করে তাৎক্ষণিক জরিমানা পরিশোধ করে।
অভিযান পরিচালনাকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল এবং জেলা পুলিশের উপপরিদর্শক বদিউজ্জামানসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।