কুইক রেন্টাল করেও ভঙুর বিদ্যুৎ ব্যবস্থা : দুলু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/07/23/dulu.jpg)
বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : সংগৃহীত
কুইক রেন্টাল করেও সরকার বিদ্যুৎ চালাতে পারছে না বলে মন্তব্য করে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এক মাসের মধ্যে বাংলাদেশ শ্রীলঙ্কার চেয়ে খারাপের দিকে যাবে।
আজ শনিবার দুপুরে নাটোর শহরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে জেলার বড়াইগ্রাম পৌর ও নলডাঙ্গা পৌর বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘দেশ চালানোর মতো অবস্থা সরকারের নেই।’ তিনি বলেন, ‘লন্ডন থেকে তারেক রহমান নির্দেশ দিলেই বাংলার মানুষ ঘর থেকে বের হয়ে আসবে। তখন সরকারের মন্ত্রী-এমপিরা পালানোর পথ পাবে না।’
এসময় নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।