খাগড়াছড়িতে ভারসাম্যহীনদের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ
মানসিক ভারসাম্যহীনদের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে খাগড়াছড়ি পৌরসভা ও সেনা রিজিয়ন। দুই কর্তৃপক্ষের আর্থিক সহায়তায় এ মানবিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর জাহিদ হাসান ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী আনুষ্ঠানিক মানবিক সহায়তা ও সেবা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে স্থানীয় সমাজসেবা বিভাগের মাধ্যমে প্রথম দফায় পাঁচজনকে পাবনা মানসিক হাসপাতালে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল হক, খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র পরিমল দেবনাথসহ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও খাগড়াছড়ি পৌরসভার এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
অনুষ্ঠানের আগে ভারসাম্যহীনদের বিভিন্ন স্থান থেকে খুঁজে এনে গোসলের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন পোশাকের ব্যবস্থা করা হয়। পরে তাদের উন্নত খাবার দেওয়া হয়। এরপর খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও পৌরসভার যৌথ উদ্যোগে সমাজসেবা বিভাগের মাধ্যমে প্রথম দফায় পাঁচজনকে চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে পাঠানো হয়।
এমন ভারসাম্যহীনদের চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রাখা হবে বলে জানান খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর জাহিদ হাসান ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী।