খালেদা জিয়া মৌলিক অধিকার থেকে বঞ্চিত : ড. মঈন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, দুইবারের বিরোধী দলের নেত্রী ছিলেন- সে কথা বাদ দিলাম, তিনি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সুস্বাস্থ্য তাঁর মৌলিক অধিকার। আজকে তাঁকে তাঁর মৌলিক অধিকার থেকে কেন বঞ্চিত করা হচ্ছে, সে জবাব সরকারকে দিতে হবে।’
আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি ও বিদেশের উন্নত চিকিৎসার দাবিতে গণঅনশনে ড. মঈন এসব কথা বলেন।
মঈন খান বলেন, খালেদা জিয়া অসুস্থ, তাঁর চিকিৎসার সুব্যবস্থা নেই। সরকার মিথ্যা অজুহাত দেখিয়ে তাঁকে সেই অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। এটা চলতে পারে না।
বিএনপিনেতা বলেন, পৃথিবীর ইতিহাস আপনারা লক্ষ্য করুন। দুনিয়ার কোনো দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম তা সহজ ছিলো না। বাংলাদেশকেও এ কথা মনে রাখতে হবে। আমাদের সে সংগ্রামের ভিতর দিয়ে এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। দেশনেত্রী খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচি শুরু হয়। এতে স্বাগত বক্তব্য দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।