খুলনায় কেয়ার বাংলাদেশের সুরক্ষাসামগ্রী বিতরণ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/12/13/khulna.jpg)
কোভিড সংক্রমণ প্রতিরোধে কেয়ার বাংলাদেশ খুলনায় এক লাখ পিস মাস্ক ও তিন হাজার ৭২০টি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে। আজ সোমবার সকালে খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ ও বিকেলে জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের হাতে এসব সামগ্রী হস্তান্তর করেন কেয়ার বাংলাদেশ স্বাস্থ্য ইউনিটের উপদেষ্টা এস এম রেজাউল ইসলাম।
আজ সকালে সিভিল সার্জন কার্যালয়ে এসব সামগ্রী বিতরণের সময় জেলার নয় উপজেলার নির্বাহী কর্মকর্তারা ছিলেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন কেয়ার বাংলাদেশ স্বাস্থ্য ইউনিট উপদেষ্টা এস এম রেজাউল ইসলাম, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সুফিয়ান রুস্তম প্রমুখ।
এস এম রেজাউল ইসলাম বলেন, ‘হঠাৎ করে করোনা সংক্রমণ বৃদ্ধি ও ওমিক্রন ভাইরাস আসায় এসব প্রতিরোধে আবার সারা দেশেই সুরক্ষাসামগ্রী বিতরণ করছি আমরা।’
পরে বিকেলে খুলনার জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের হাতেও এসব সামগ্রী হস্তান্তর করা হয়।