ঘোড়াঘাটে ফের পৌর নির্বাচনে মিলনের জয়
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/11/02/ghoraghat-milon.jpg)
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আব্দুস ছাত্তার মিলন। ছবি : সংগৃহীত
দিনাজপুরের ঘোড়াঘাট পৌর নির্বাচনে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকের আব্দুস সাত্তার মিলন বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও ঘোড়াঘাট পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রমাণিক এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই নির্বাচন কর্মকর্তা জানান, আজ সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। ভোট গ্রহণ করা হয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। নির্বাচনে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকের আব্দুল সাত্তার মিলন বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ছয় হাজার ৪২২ ভোট। তাঁর নিকটমত স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীক নিয়ে আবুল কালাম আজাদ মোট পেয়েছেন তিন হাজার ৮০৫ ভোট।