ছাত্রদলের সাবেক নেতা আশিককে তুলে নেওয়ার অভিযোগ
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিককে রাজধানীর মিরপুর থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও তাঁর পরিবারের সদস্যরা। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরের বাসার নিচ থেকে পুলিশ পরিচয় দিয়ে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয় বলে দাবি করা হয়।
মফিজুর রহমান আশিককে তুলে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রুহুল কবির রিজভী বলেন, ‘হয়তো কোনো অসৎ উদ্দেশে ছাত্রদলের সাবেক নেতা আশিককে তুলে নেওয়া হয়েছে। তাঁকে বের করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।’ তিনি অবিলম্বে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রতি আশিককে সন্ধান দেওয়ার অনুরোধ জানান।
ছাত্রদলনেতা আশিকের ছোট ভাই হিরু রহমান জানান, আজ বিকেল সাড়ে ৫টায় বড় ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। মাগরিবের পর একটি প্রয়োজনে ফোন দিলে সব নম্বর বন্ধ পাই। পরে তাঁর বাসার পাশের লোকজন জানায়, তাকে ডিএমপির কাউন্টার টেরোরিজমের পুলিশ সদস্য পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
হিরু রহমান বলেন, ‘আমার ভাই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং পাঠাগার সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। বর্তমানে ব্যবসার সঙ্গে যুক্ত এবং বিদেশে পড়াশোনা করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।’
উল্লেখ্য, মফিজুর রহমান আশিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী এবং তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের বাশঁখালীতে।