ইউপি সদস্যের লাঞ্ছনায় যুবকের আত্মহত্যার অভিযোগ
চট্টগ্রামে সাতকানিয়ায় বিচার চলাকালে উপস্থিত লোকজনের সামনে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের লাথি ও থাপ্পড়ের অপমান সহ্য করতে না পেরে কামাল উদ্দিন (৪০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে উপজেলার পুরানগড় ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
তবে ইউপি সদস্য মামুনুর রশীদ বিষয়টি অস্বীকার করেছেন।
এ ঘটনায় কামাল উদ্দিনের স্ত্রী সেলিনা আকতারকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, পুরানগড় ইউনিয়নের ২নং ওয়ার্ডের ওমর আলীর ছেলে কৃষক কামাল উদ্দিনের সংসারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি সম্প্রতি একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। ওই মেয়েকে বিয়ে না করেও ফকিরখীল কুমার পাড়া এলাকায় ভাড়া বাসায় রাখেন। তিনি ওই বাসায় নিয়মিত যাওয়া আসা করেন। বিষয়টি জানার পর কামালের প্রথম স্ত্রী সেলিনা আকতার স্বামীর বিরুদ্ধে স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশীদের কাছে বিচার দেন। ঘটনার দিন রাতে ইউপি সদস্য মামুনুর রশীদ কামালের বাড়িতে বিচার কার্যক্রম শুরু করেন। বিচারের একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে উপস্থিত লোকজনের সামনে তাঁকে লাথি ও থাপ্পড় মারেন। এরপর অপমান সহ্য করতে না পেরে তিনি দৌঁড়ে একটু দুরে গিয়ে বিষপান করেন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এরপর তাঁর মরদেজ বাড়িতে নিয়ে আসে।
খবর পেয়ে সাতকানিয়া থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশের হাতে আটক হওয়ার আগে কামালের স্ত্রী সেলিনা আকতার বলেন, ‘আমাদের ঠিকভাবে ভরণপোষণ না দিয়ে অপর একটি মেয়েকে নিয়ে ভাড়া বাসায় বসবাস শুরু করায় আমি স্বামীর বিরুদ্ধে ইউপি সদস্য মামুনুর রশীদের কাছে বিচার দিই। তিনি বিচার চলাকালে সবার সামনে আমার স্বামীকে লাথি ও থাপ্পড় দেন। ফলে অপমান সহ্য করতে না পেরে আমার স্বামী বিষপানে আত্মাহত্যা করেছেন। তাঁর এমন আচরণের কারণে আমি স্বামী হারা হয়েছি। আমার সন্তানরা হারিয়েছে বাবাকে।’
এ বিষয়ে মামুনুর রশীদ বলেন, কামাল প্রথম স্ত্রী ও তিন সন্তান রেখে অপর একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। বিয়ে না করে ওই মেয়ের ভাড়া বাসায় বসবাস শুরু করে। এ বিষয়ে কামালের স্ত্রী আমার কাছে বিচার দেয়। বিষয়টি মীমাংসার জন্য কামাল ও তার স্ত্রী-সন্তানদের নিয়ে বসেছিলাম। বৈঠকে কামাল বিয়ে না করে অপর একটি মেয়ে নিয়ে ভাড়া বাসায় থাকার বিষয়টি স্বীকারও করেছে। বৈঠক চলাকালে বা পরে আমি কামালকে লাথি বা থাপ্পড় মারিনি। কিছু লোক আমাকে ফাঁসানোর জন্য এসব মিথ্যা কথা বলছে।’
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান বলেন, বিষপানে কামাল উদ্দিন আত্মহত্যা করার ঘটনায় তার স্ত্রী সেলিনা আকতারকে আটক করা হয়েছে। এ ঘটনায় কামালের স্বজনরা মামলা করলে তার স্ত্রীকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। তবে তদন্তের আগে কেন বিষপান করেছে তা বলা যাচ্ছে না।’