ব্যাটারি কারখানার বিষাক্ত বর্জ্যে ৮ গরু অসুস্থ : ক্ষতিপূরণ চেয়ে থানায় অভিযোগ
চাঁদপুরের মতলব উত্তরে অনুমোদনহীন সোহেল ব্যাটারি কারখানার বিষাক্ত বর্জ্যে মাশাআল্লাহ-আলহামদুলিল্লাহ নামে একটি খামারের আটটি গরু অসুস্থ হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (২৮ মে) বিকেলে উপজেলার গজরা ইউনিয়নের ডুবগি গ্রামে।
এ ঘটনায় ১৭ লাখ টাকার ক্ষতিপূরণ চেয়ে মতলব উত্তর থানায় একটি অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত খামারি জসিম উদ্দিন লিটন।
অভিযোগ সূত্রে জানা যায়, ব্যাটারি কারখানা সংলগ্ন ক্ষেত থেকে ঘাস কেটে গরুকে দেন খামারি জসিম উদ্দিন লিটন। ওই ঘাস খেয়ে অসুস্থ হয়ে পড়ে আটটি গরু। গরুর অবস্থা খারাপ দেখে খামারেই তিনটি গরু জবাই করে ও পাঁচটি গরু কসাইয়ের কাছে স্বল্প মূল্যে বিক্রি করে দেন। এর আগেও একই কারণে কয়েকটি গরু মারা যাওয়ায় কারখানাটি বন্ধ করে দেয়। সম্প্রতি আবারও চালু করায় এমন ঘটনা ঘটেছে।
খামার মালিক জসিম উদ্দিন লিটন বলেন, পাঁচ বছর ধরে খামার করেছি। কোনোদিন অসুবিধা হয়নি। এই প্রথম ব্যাটারি কারখানা সংলগ্ন ক্ষেত থেকে ঘাস খাওয়ানোর কারণে গরুগুলো অসুস্থ হয়েছে। এতে আমার ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাকি গরুগুলো নিয়ে চিন্তায় আছি। যদি এগুলোরও সমস্যা হয়, তাহলে পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না।
এদিকে কারখানামালিক সোহেল বলেন, সামান্য পরিবেশ দূষণ হলেও হতে পারে। এ ছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অন্য সব কাগজপত্র আছে। যেহেতু মানুষের ক্ষতি হয়, সেহেতু কারখানাটি বন্ধ করে দিব।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস বলেন, খবর পাওয়া পর আমি খামারে যাই। ঘাসে বিষাক্ত গ্যাস ছিল। যার কারণে গরুগুলো অসুস্থ হয়ে পড়ে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন রনি বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।