‘ছিনতাই করতে গিয়ে’ বৃদ্ধের গলা কেটে চিংড়ি ঘেরে ফেলল দুর্বৃত্তরা
বাগেরহাটে মাছ বিক্রির টাকা ছিনতাই করতে গিয়ে শৈলেন্দ্র নাথ মন্ডল (৬০) নামের এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে এলাকাবাসীর খবরের ভিত্তিতে আজ রোববার সকালে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অপূর্ব হালদার (২৫) ও সুব্রত হালদার (৩২) নামের দুজনকে আটক করা হয়েছে।
নিহত শৈলেন্দ্র নাথ মন্ডল চিতলমারী উপজেলার খিলিগাতী গ্রামের মহেন্দ্র নাথ মন্ডলের ছেলে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম কামরুজ্জামান খান এলাকাবাসীর বরাত দিয়ে জানান, শৈলেন্দ্র নাথ মন্ডল গতকাল শনিবার বিকেলে মাছ বিক্রি করার পর বাড়ি ফিরে তাঁর চিংড়ি ঘেরে যান। এ সময় দুর্বৃত্তরা তাঁর পিছু নিয়ে মাছ বিক্রির টাকা চায়। এক পর্যায়ে টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর গলা কেটে চিংড়ি ঘেরে ফেলে দেয় দুর্বৃত্তরা।
পরে খবর পেয়ে আজ রোববার সকালে পুলিশ গিয়ে ওই চিংড়ি ঘের থেকে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) কে এম আরিফুল হক জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, টাকা ছিনতাইয়ের ঘটনা নিয়ে ওই বৃদ্ধকে হত্যা করা হয়েছে। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।