ঝিনাইগাতীতে ধর্ষণ ও অপহরণে দুই যুবকের কারাদণ্ড
শেরপুরে অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ মামলার রায়ে একজনকে যাবজ্জীবন ও ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার সহযোগীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দম ট্রাইবুনালের বিচারক মো. আক্তারুজ্জামান এ রায় দেন।
সাজাপ্রাপ্ত প্রধান আসামি শফিকুল ইসলাম অপহরণ ও ধর্ষণের দুই মামলার একটিতে যাবজ্জীবন ও আরেকটিতে ১৪ বছরের কারাদণ্ড এবং সহযোগী ছানা মিয়াকে দেওয়া হয় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড। তারা দুজনেই ঝিনাইগাতী উপজেলার অধিবাসী।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৫ সালের ২০ মে সন্ধ্যায় চাচার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে সাজাপ্রাপ্তরা ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান। পরবর্তীতে বিভিন্ন স্থানে রেখে ওই কিশোরীকে শফিকুল ধর্ষণ করেন।
বাবার করা মামলায় ওই কিশোরীকে অপহরণের দুই মাস পর উদ্ধার করে পুলিশ। ওই মামলার পরিপ্রেক্ষিতেই রায় ঘোষণা করেছেন বিচারক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নারী শিশু আদালতের পিপি গোলাম কিবরিয়া বুলু বলেন, ‘রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে।’