ঝিনাইদহে যুবককে কুপিয়ে হত্যা
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পূর্ব শত্রুতার জের ধরে লুৎফর রহমান (৪৫) নামে এক যুববককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। আজ সোমবার (২৪ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার মান্দারতলা গ্রামে এই ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের নায়েব আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, চিৎকার-চেঁচামেচি শুনে তারা বাইরে এসে কাউসারের দোকানের পিছনে লুৎফরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তখন তিনি কোনো কথা বলার মতো অবস্থায় ছিলেন না। কয়েকবার বমিও করেছেন। তাঁর হাত, পা ও বুকে আঘাতের চিহ্ন ছিল এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। হামলাকারীদের দেখেনি কেউ, তবে একই এলাকার নাজিমুদ্দীনের ভাগ্নে নিশান ও ইসলাম মণ্ডলের ছেলে হানেফ তাঁকে কুপিয়ে আহত করে পালিয়ে গেছে বলে শুনেছে তারা।
খবর পেয়ে স্বজনরা লুৎফরকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখন কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে অবস্থার আরও অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত লুৎফরের বাবা জানান, তিনি ঢাকায় টাইলস মিস্ত্রির কাজ করতেন। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। সকালে তিনি শ্বশুরবাড়ি থেকে বাইসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে মান্দারতলা গ্রামের কাউসারের দোকানের কাছে এলে পূর্ব পরিকল্পনায় থাকা একই এলাকায় কয়েকজন তাঁকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তিনি কারও নাম বলতে পারেননি। তবে স্থানীয় ওয়ার্ড কমিশনার সাইফুল ইসলামের লোকজন এই ঘটনা ঘটিয়েছেন বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মমর্তা (ওসি) মো. আবু আজিফ বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে।’