ঢাকা-৫ আসনে স্বেচ্ছাসেবক লীগের ঈদ উপহার বিতরণ
করোনাভাইরাসের দ্বিতীয় ধাপে ঈদ উপহার বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ। আজ রোববার সকালে যাত্রাবাড়ীর নূর কমিউনিটি সেন্টারের সামনে এক হাজার অসহায়-মেহনতি, কর্মহীন ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।
নির্মল রঞ্জন গুহ বলেন, করোনার শুরু থেকে একাধিকবার হাজার হাজার মানুষকে খাদ্য সহায়তা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন। স্বেচ্ছাসেবক লীগ সেবার মানসিকতা নিয়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এ কর্মসূচি। তাদের এই উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাসহ সর্ব মহলে প্রশংসিত হয়েছে। আমরা কথায় নয়, কাজে বিশ্বাস করি।
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, ২০১৯ সালের সেই ১৬ নভেম্বর থেকে এই এলাকার মানুষকে সঙ্গে নিয়ে যে মানুষটি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, করোনায় আক্রান্ত হয়েছেন, তারপরও থেমে যাননি। প্রতিদিন ওয়ার্ডে ওয়ার্ডে বিশেষ করে ঢাকা-৫ আসনে ত্রাণ দিয়ে পাশে থেকেছেন, দুস্থ মানুষের সঙ্গে থেকেছেন রিপন।
এ সময় আফজালুর রহমান বলেন, যাদের খাদ্য সহায়তা দরকার হবে, তারা স্বেচ্ছাসেবক লীগের দেওয়া ফোন নম্বরে ফোন করলে খাবার পৌঁছে যাবে।
অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ভাইয়ের সার্বিক সহযোগিতায় করোনার শুরু থেকেই জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়িয়েছি। তারই ধারাবাহিকতায় এবারের ঈদেও খেটে-খাওয়া, হতদরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার তুলে দিচ্ছি আমরা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ। এ সময় স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচিতে ৪৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এমএ মান্নান, গাজী সুমন, ৬৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবসহ মহানগর দক্ষিণের অন্তর্গত বিভিন্ন থানা এবং ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।