ধর্ষণের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র কারাগারে
এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই ছাত্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে অভিযুক্তদের আদালতে সোপর্দ করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে ভুক্তভোগী ছাত্রীর বাবা ও মা নগরীর মতিহার থানায় অভিযুক্তদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একজনের কাছে প্রাইভেট পড়তেন। গত ১৫ ফেব্রুয়ারি সকালে ওই ছাত্রী তাঁর দুই সহপাঠীর সঙ্গে পড়তে যান। পড়া শেষে ওই প্রাইভেট শিক্ষক (বিশ্ববিদ্যালয় ছাত্র) ভুক্তভোগী ছাত্রীকে নিয়ে তার এক বন্ধুর বাসায় যান। ওই বন্ধুও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেখানেই প্রাইভেট শিক্ষক কর্তৃক ধর্ষণের শিকার হন ওই ছাত্রী। এ সময় ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখান ওই প্রাইভেট শিক্ষক।
পরবর্তী সময়ে ওই ছাত্রী একাধিকবার বিয়ের কথা বললে প্রাইভেট শিক্ষক বিষয়টি বারবার এড়িয়ে যেতে থাকেন। এতে ওই ছাত্রী মানসিকভাবে ভেঙে পড়েন এবং তাঁর পরিবারকে বিষয়টি জানান।
জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, ‘গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের একটি হল থেকে ওই দুই ছাত্রকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।’