নওগাঁয় বিএনপির ৩০ নেতাকর্মীর নামে মামলা
নওগাঁ বিএনপির পদযাত্রাকে ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সাবেক ক্রিড়াবিষয়ক সম্পাদক এনামুল হকসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের ৩০ জনের নাম উল্লেখ করে ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
আজ রোববার (১২ ফেব্রুয়ারি) সদর উপজেলা ছাত্রলীগের সদস্য মাহাবুবুল আলম বাদী হয়ে মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগে সদর মডেল থানায় এ মামলা করেন।
এজাহারে উল্লিখিত মামলার আসামিরা হলেন তিলকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন আলী (৪০), ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. চঞ্চল (২৫), ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. লাবু (৪০), সদর থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. সুমন (৩৫), সদর থানা ছাত্রদলের সদস্য সচিব মো. রুহুল আমিন (৩২), ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক চানমুন চান (৪০), ৮ নং ওয়ার্ড সম্পাদক মো. শাকিল সরদার (৩০), ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল (৩৭), ইউনিয়ন যুবদলের সদস্য মো. রায়হান (২৮), ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফিরোজ হোসেন (৪২), ইউনিয়ন বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক মো. দুলাল হোসেন (৫০), ওয়ার্ড যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া (২২), ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শাকিব হোসেন (২০), ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. নাহিদ আহম্মেদ (৩০), ২ নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. লিটন হোসেন (৩৫), ২ নং ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক মো. রিংকু (২৩), ২ নং ওয়ার্ড যুব দলের সদস্য পূর্ণ (২২), ছাত্রনেতা মো. বিদ্যুৎ হোসেন (২৫), ২ নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. সাদেক আলী (৪৫), ইউনিয়ন বিএনপিনেতা মো. ইছাহাক আলী (৫০), ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. রেজাউল ইসলাম (৩৫), ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা (৪৩), ৮ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি মো. জনি (৩৫), ৮ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক মো. মিলন হোসেন (৩৮), ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. আলম (৪৭), জেলা যুবদলের ছাত্রবিষয়ক সম্পাদক মো. রুহুল আমিন মুক্তার (৩৮), ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. মাহাবুব হাকিম (৫০), ৮ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. সাগর (২৫), ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ওবায়দুর রহমান সাবু (৫০)।
এজাহার সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের আদম দুর্গাপুর নতুনহাট এলাকায় বিএনপির পদযাত্রায় হামলা চালায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া ও পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের সাতজন নেতাকর্মী আহত হন। এ ছাড়া সংঘর্ষের সময় একটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। গতকালের সেই ঘটনায় সদর উপজেলা ছাত্রলীগের সদস্য মাহবুবুল হক ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে এ মামলা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগে মাহবুবুল আলম নামের এক ব্যক্তি ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ৫০ থেকে ৬০ জনকে আসামি করে একটি মামলা করেছেন।
এদিকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, ‘তিলকপুর ছাড়া জেলার ৯৮টি ইউনিয়নে আমরা শান্তিপূর্ণ ভাবে পদযাত্রা কর্মসূচি পালন করেছি। তিলকপুরে আওয়ামী লীগের কর্মীরা বিনা উসকানিতে আমাদের পদযাত্রায় বাধা দিয়ে হামলা করেছে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। উল্টো তাঁরাই আবার আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। অথচ আমরা অভিযোগ করতে গেলে থানায় কোনো অভিযোগ নেওয়া হয়নি।’