নরসিংদীতে অপহৃত শিশুর গলিত লাশ উদ্ধার
নরসিংদীর রায়পুরায় অপহরণের পাঁচ দিন পর শিশু ইয়ামিনের (৮) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।
জানা গেছে, নিহত ইয়ামিন উত্তর বাখরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে ওই গ্রামের মধ্যপাড়ার প্রবাসী মো. জামান মিয়ার ছেলে। ওই গ্রামের একটি ডোবার পাড়ে ধানের বীজতলা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত শিশুর মা সামছুন্নাহার জানান, গত ২৮ নভেম্বর রোববার সকাল ১০টার দিকে ছেলেকে বাড়িতে রেখে তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে যান। ভোট দিয়ে দুপুর ১২টার দিকে বাড়ি ফিরেন তিনি। কিন্তু বাড়িতে এসে ছেলেকে আর পাননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে এলাকায় ও অশপাশের গ্রামে মাইকিং করা হয়। এরই মধ্যে তার মোবাইল ফোনে কল করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। দাবির পরিপ্রেক্ষিতে তিনি কিছু টাকা বিকাশের মাধ্যমে অপহরণকারীদের দেন।
আজ সকালে অপহরণকারীরা ইয়ামিনকে ফেরত দেবে বলে কথা দিয়েছিল। কিন্তু সকালে বাড়ির অদূরে একটি ধানের বীজতলায় অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে ইয়ামিনের স্বজনরা সেখানে গিয়ে তার পরিচয় শনাক্ত করে।
খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশু ইয়ামিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এদিকে গত ১ ডিসেম্বর শিশু ইয়ামিনকে অপহরণের অভিযোগে রায়পুরা থানায় মামলা দায়ের করেন তার মা সামছুন্নাহার।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোবিন্দ সরকার সাংবাদিকদের জানান, গত ১ তারিখে শিশুটির মা অপহরণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। এ নিয়ে তদন্ত চলছিল। আজ সকালে শিশুটির লাশ পাওয়া গেছে। পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করেছে।