নাটোরে অন্তঃসত্বা নারীকে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক
নাটোরের বাগাতিপাড়ায় রিপা খাতুন নামে এক অন্তঃসত্বা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী কবীর উদ্দিনের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই কবীর উদ্দিন পলাতক রয়েছেন।
গতকাল মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যায় বাগাতিপাড়া উপজেলার শলোইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিপা খাতুনের পরিবারের অভিযোগ, বিগত সময়ে কবীর উদ্দিনের পরকীয়ায় বাধা দিয়ে আসছিলেন স্ত্রী রিপা খাতুন। এ নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার সন্ধ্যায় অন্তঃসত্ত্বা স্ত্রী রিপাকে পিটিয়ে বাড়িতে ফেলে রেখে পালিয়ে যায় কবীর। প্রতিবেশীরা রিপাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ মঙ্গলবার রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিজেদের হেফাজতে নেয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

হালিম খান, নাটোর