নাটোরে হামলায় একজন নিহত, অপরজনের পায়ের রগ কর্তন
নাটোরের লালপুরে খাস জলাশয়ের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোখলেছুর রহমান নামে একজন নিহত হয়েছেন। এছাড়া শাখাওয়াত নামের অপরজনের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সেইসঙ্গে ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছে একটি বাড়ি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, উপজেলার ঈশ্বরপাড়া এলাকার একটি খাস জলাশয়ের দখলকে কেন্দ্র করে স্থানীয় বাদশা গ্রুপ ও মতলেব গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি শাহাবুল গ্রুপের মোখলেছ বিরোধপূর্ণ জলাশয়ের ধারে বাড়ি নির্মাণ করেন। এ নিয়ে উত্তেজনা আরও বেড়ে যায়। আজ সকালে বাদশা গ্রুপের লোকজন অতর্কিতে হামলা চালিয়ে মোখলেছ ও তার সহযোগী শাখাওতকে মারপিট করে তাদের পায়ের রগ কেটে দেয়।
গুরুতর অবস্থায় তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু হয় মোখলেছের।
এ ঘটনার জেরে মতলেব গ্রুপের লোকজন প্রতিপক্ষ হযরত আলীর বাড়িঘরে হামলা চালিয়ে পুড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।