নেত্রকোনায় বসন্তকালীন উৎসবে সাহিত্য পুরস্কার প্রদান
নেত্রকোনায় দিনব্যাপী ২৫তম বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। আজ মঙ্গলবার সকালে শহরের মোক্তারপাড়া বকুলতলায় নেত্রকোনা সাহিত্য সমাজ এই উৎসবের আয়োজন করে।
দিনব্যাপী এই উৎসবে নানা আয়োজনের মধ্যে ছিল তবলার লহরা, বংশীবাদক মুখলেছুর রহমানের একক পরিবেশনা, স্বরচিত কবিতা, ছড়া ও গল্প পাঠ, শিমুল সালাহউদ্দিন, মোস্তফা তারিকুল আহসান, সরোজ মোস্তফার প্রবন্ধ উপস্থাপনা, চার পর্বে আলোচনা, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান, চিত্রাঙ্কণ ও সাংস্কৃতিক পরিবেশনা।
আজ সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন চিত্রশিল্পী বিপুল শাহ্। পরে তবলার লহরা, বাঁশি ও নৃত্য পরিবেশন করা হয়।
সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় এই উৎসব। এর আগে কবি শামীম রেজার হাতে তুলে দেওয়া হয় ২৫তম খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার। সাহিত্য উৎসব ঘিরে সকাল থেকেই শিল্প ও সাহিত্যপ্রেমীরা বসন্ত উৎসব উপভোগ করতে অনুষ্ঠানস্থলে ভিড় জমান।