পহেলা বৈশাখ বাঙালিদের সার্বজনীন উৎসব : সজীব ওয়াজেদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, পহেলা বৈশাখ বাঙালিদের সার্বজনীন উৎসব। তিনি বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে দেশে ও দেশের বাইরে থাকা সব বাংলাদেশিকে শুভেচ্ছা জানিয়েছেন।
আজ শুক্রবার (১৪ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এসব কথা বলেন জয়।
ফেসবুকে সজীব ওয়াজেদ জয় লেখেন, “পৃথিবীর সকল ভাষাভিত্তিক জাতির নিজস্ব সার্বজনীন উৎসব-পার্বণ রয়েছে। চীনাদের ‘চীনা নববর্ষ’, ইরান থেকে মধ্য এশিয়া পর্যন্ত ‘নওরোজ’, ইংরেজি ভাষাভাষীদের ‘ইংরেজি নববর্ষ’, ঠিক তেমনই পহেলা বৈশাখ বাঙালিদের সার্বজনীন উৎসব।”
নববর্ষের শুভেচ্ছা জানিয়ে জয় আরও লেখেন, ‘নতুন বাংলা বছর বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি। দেশ-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে শুভ নববর্ষ, ১৪৩০।’