পাইপলাইনে ভারতের তেল আসবে ১৮ মার্চের পর : বিপিসি চেয়ারম্যান
দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে ‘ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপ লাইনে’ তেল আসবে ১৮ মার্চ উদ্বোধনের পর। রেলহেড অয়েল ডিপো পরিদর্শন শেষে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এ বি এম আজাদ এ তথ্য জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর দেড়টার দিকে কেন্দ্রীয় বাসটার্মিনাল সংলগ্ন পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও পাইপলাইনের কন্ট্রোলরুম ঘুরে দেখেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান।
এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলী ছাড়াও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে মতবিনিময় করেন চেয়ারম্যান।
পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো প্রকল্প পরিদর্শনকালে চেয়ারম্যানের একান্ত সচিব মো. আহম্মদুল্লাহ, মেঘনা পেট্রোলিয়াম করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু সালেহ মো. ইকবাল, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ঈসমাইল, পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর ইনচার্জ আখের আলীসহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।
আগামী ১৮ মার্চ দুই দেশের প্রধানমন্ত্রী অনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি প্রকল্প উদ্বোধনের পর ভারত থেকে পার্বতীপুরে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল আসার কথা জানান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান।
আগামীতে স্বল্প ব্যয় ও সময়ে উত্তরাঞ্চলসহ দেশব্যাপী জ্বালানি সরবরাহ করা সম্ভব হবে জানিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান বলেন, ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও উন্নত হবে।