পাবনায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
পাবনার আটঘরিয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত ও অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে টেবুনিয়ায়-চাটমোহর সড়কের আটঘরিয়া পৌরসভার সামনে কেরানিরঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদেরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মোটরসাইকেল চালকের নাম রাকিবুল ইসলাম শান্ত (২৫)। সে আটঘরিয়া উপজেলার ডেঙ্গারগ্রামের সাইফুল ইসলাম রতন আলীর ছেলে। শান্ত পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
আহত অপর দুইজন হলো ডেঙ্গারগ্রামের ইসমাইলের ছেলে আমিরুল ইসলাম (২৪) ও গোকুলনগরের আশরাফ আলীর ছেলে জোহা খান (২৩) ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শান্ত তার দুই বন্ধু মিলে আটঘরিয়া থেকে টিকা নিয়ে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌছালে চাটমোহরগামী মৌসুমি (ঢাকা-মেট্রো ব ১৪-২৭২১) ট্রাভেলসের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শান্ত মারা যায় এবং অপর দুজন গুরুতর আহত হয়। আহতদেরকে প্রথমে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় পরে দ্রুত তাদের পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাস আটক করা হয়েছে। লাশ নিহতের আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।