পিরোজপুরে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/04/05/pirojpur-news-pic-mothbaria-thana.jpg)
পিরোজপুরের মঠবাড়িয়া থানা। ছবি : সংগৃহীত
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নিখোঁজের একদিন পর মো. আল আমিন আকন (২৫) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত আল-আমিন আকন উপজেলার উত্তর ভেঁচকি গ্রামের সিদ্দিক আকনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আল-আমিন আকন মঠবাড়িয়ার বাইশকুড়া বাজারে তাঁর বাবার দোকানে সহযোগিতা করতেন। গত শনিবার রাতে তিনি বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। গতকাল রোববার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার ভেচকি বিলে তাঁর মৃতদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর গলায় দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে তাঁকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।