পুলিশ হেফাজত থেকে পালানো রোহিঙ্গা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
চট্টগ্রাম আদালতে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গা মাদক ব্যবসায়ী আবুল কালামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ভোরে চট্টগ্রাম মহানগর পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কক্সবাজারের লেদাপাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে কালামকে গ্রেপ্তার করে।
গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম আদালতের দ্বিতীয় তলায় সিএমএম কোর্টে নেওয়ার পথে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায় কালাম। এ ঘটনায় রাতে তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঘটনার পর মাদক মামলার আসামি আবুল কালামকে ধরতে পুলিশের অভিযান জোরদার করে সিএমপি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন জানান, গতকাল রাতে পুলিশের অভিযান শুরু করে। ভোরের দিকে টেকনাফের লেদাপাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে কালামকে আটক করে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে। এর আগে সকালে আবুল কালামকে এক হাজার ৫০টি ইয়াবাসহ নগরীর স্টেশন রোড থেকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা পুলিশ। এসব ইয়াবার মূল্য পাঁচ লাখ ২৫ হাজার টাকা বলে জানায় পুলিশ।
পরে কোতোয়ালি থানার মাধ্যমে কালামকে আদালতে নিয়ে যাওয়া হয়। আসামিদের সেরেস্তার রুম থেকে মেট্রোপলিটন আদালতে নেওয়ার পথে হাতকড়াসহ পালিয়ে যান কালাম। তিনি রোহিঙ্গা নাগরিক ও কক্সবাজার লেদাপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এ ঘটনায় পুলিশের এ এস আই ও দুই কনস্টেবলসহ তিনজনকে বরখাস্ত করা হয়েছে।