ফসলি জমিতে স্থাপনা নির্মাণে ইউনিয়ন পরিষদের অনুমোদন লাগবে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘তিন ফসলি জমি রক্ষা করতে হবে। যেসব জমিতে বছরে তিনটি ফসল উৎপন্ন হয়, সেগুলোতে কোনো স্থাপনা নির্মাণ করতে হলে উপযুক্ত কারণ দেখিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে অনুমোদন নিতে হবে।’
আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় সরকারমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তিন ফসলি জমিতে কোনো ধরনের স্থাপনা বা অবকাঠামো নির্মাণ না করার নির্দেশনা দিয়েছেন। এ নির্দেশনার আলোকে ইতোমধ্যে পরিপত্র জারি করে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়েছে। আমরা তিন ফসলি জমি নষ্ট করতে দেবো না।’
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘শহরে অবকাঠামো নির্মাণ করতে হলে সিটি করপোরেশন ও রাজউক থেকে অনুমোদন নিতে হয়। তেমনি পৌরসভা এলাকায় অনুমতির দরকার পড়ে। গ্রামেও তিন ফসলি জমিতে অবকাঠামো নির্মাণে ইউনিয়ন পরিষদের অনুমোদন লাগবে। যদিও সেখানে (ইউনিয়ন পরিষদ) গেলে হয়রানির শিকার হতে হয়। এ ছাড়া যোগ্য প্রকৌশলী নেই। এ ধরনের বিভিন্ন অভিযোগ আছে, যা আমাদের মোকাবিলা করতে হবে। কাজ করতে গেলে কিছু চ্যালেঞ্জ আসবেই। সবার সহযোগিতায় তা মোকাবিলা করতে হবে।’
জাতীয়ভাবে স্থানীয় সরকার দিবস পালনের বিষয়ে তাজুল ইসলাম বলেন, ‘আমরা একটি খসড়া গাইডলাইনও তৈরি করেছি। যেহেতু আমরা দিবসটি পালনে মন্ত্রিসভার অনুমোদন পেয়েছি, সেহেতু আমরা গাইডলাইন চূড়ান্ত করবো। এরমধ্য দিয়ে আমরা যোগাযোগ ও উন্নয়নে বড় ধরনের রূপান্তর করতে পারব।’