ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় ডুবল ট্রাক, চালক নিহত
মানিকগঞ্জের পাটুরিয়াঘাটে ফেরিতে উঠতে গিয়ে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। পাটুরিয়ার ৩ নম্বর ঘাটে গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে ট্রাকটি পদ্মা নদীতে তলিয়ে যায়। ঘটনার দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা নদী থেকে চালকের লাশসহ ট্রাকটি উদ্ধার করেন।
নিহত ট্রাক চালকের নাম মাসুদ পারভেজ রাজু। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দা গ্রামের সামছুর রহমানের ছেলে।
বাংলাদেশ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে পাটুরিয়ার ৩ নম্বর ঘাটে ফেরিতে উঠতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ সময় ট্রাক চালকের সহকারী সাঁতরিয়ে তীরে উঠলেও চালকসহ ট্রাকটি নদীতে ডুবে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দিবাগত রাত আড়াইটার দিকে ডুবন্ত ট্রাকটি উদ্ধার করেন। পরে ট্রাকের দরজা ভেঙে চালকের লাশ উদ্ধার করা হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, ট্রাক চালকের লাশ নৌ-পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।