বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগনেতা খুন
বগুড়ায় জমি দখল ও আর্থিক বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. নাহিদ (৩০) নামে এক সেচ্ছাসেবক লীগনেতা খুন হয়েছেন। আজ মঙ্গলবার (৯ মে) রাত সাড়ে ৮টায় এ খুনের ঘটনা ঘটে।
সেচ্ছাসেবক লীগনেতা মো. নাহিদের বাড়ি শহরের মালগ্রাম এলাকায়। তিনি মালগ্রাম উত্তরপাড়ার ঝন্টু মিয়ার ছেলে এবং শহর সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।
জানা গেছে, মালগ্রাম ডাবতলা এলাকায় প্রতিপক্ষের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে সেচ্ছাসেবক লীগনেতা মো. নাহিদের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে পালিয়ে যায় প্রতিপক্ষের লোকেরা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনা সততা স্বীকার করে
জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—আর্থিক লেনদেন ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ শুরু করেছে।
নাহিদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি।