বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে ছেলে নিহত, আহত বাবা
বরিশালের উজিরপুরে বড়শি দিয়ে মাছ শিকারে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন তার বাবা। আজ বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার উত্তর নাথারকান্দি গ্রামে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য জানিয়েছেন।
নিহত সবুজ রায় (২২) উপজেলার জামির বাড়ির বাসুদেব রায়ের ছেলে। আহত বাসুদেব রায় (৫৫) উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
উজিরপুর মডেল থানার উপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে উত্তর নাথারকান্দি এলাকার বিলে বড়শি ফেলতে যান বাবা ও ছেলে। এ সময় বৃষ্টি শুরু হলে বিলের পাশে টিনের ঘরে আশ্রয় নিতে রওনা দেন তাঁরা। পথে নিখিল বড়ালের ক্ষেতে দেওয়া বিদ্যুৎ সংযোগে স্পৃষ্ট হন বাবা-ছেলে। তাদের চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে ছেলে মারা যান। আহত অবস্থায় বাবা চিকিৎসাধীন রয়েছেন।’
এসআই জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ইউপি সদস্য কৃষ্ণকান্ত রায় বলেন, ‘ক্ষেতে মাছ কিংবা কোনো ফসল নেই। তারপরও কেন বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছে জানি না। ঘটনার পর পরই নিখিল বাড়ি থেকে পালিয়েছেন।’