বাংলাদেশে এখন ভাতের অভাব নেই : মতিয়া চৌধুরী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/11/12/motia-choudhuri.jpg)
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, গৃহস্থ বাড়িতে মিসকিনদের জন্য ভাতের চাল রেখে দেওয়া হয়। কিন্তু কোনো মিসকিন আসে না। কারণ তার ঘরেও ভাত আছে। এখন বাংলাদেশে ভাতের অভাব নেই।
আজ শনিবার বিকেলে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মতিয়া চৌধুরী এ কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, ‘দেশে যখন করোনা শুরু হলো তখন কতো ভবিষ্যৎবাণী হয়েছে, এই বুঝি সরকার শেষ হয়ে গেলো। আমাদের কিছু রাজনৈতিক কবিরাজ আছে, এইসব রাজনৈতিক কবিরাজরা বলেছিল এবার বাংলাদেশ শেষ। কিন্তু এসব কবিরাজরা জিতে নাই। আজকে এন্টিবায়োটিকের যুগ। রাজনৈতিক এন্টিবায়োটিক দিয়ে শেখ হাসিনা সেই কবিরাজদের ভবিষ্যৎবাণী ব্যর্থ করে দিয়েছেন।’
মতিয়া চৌধুরী আরও বলেন, ‘তার মানে এই না যে এসব কবিরাজদের দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে। তারা থাকলে মাঝে মধ্যে আমরা দেখবো তারা কি বলে এবং জনগণকে কোন দিকে পরিচালিত করে।’
শহরের সিংহজানী উচ্চ বিদ্যালয় মাঠে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগ ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, পৌর মেয়র ছানোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।