বাড্ডায় চলন্ত ট্রাক থেকে পড়ে যুবকের মৃত্যু
রাজধানীর বাড্ডায় চলন্ত ট্রাক থেকে পড়ে ওই ট্রাকেরই চাকায় পিষ্ট হয়ে ইয়াদ আলী (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার (১৭ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। বিকেলে থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল পারভেজ এই তথ্য জানয়েছেন।
এসআই রাসেল পারভেজ বলেন, ‘বুধবার সকাল ৬টার দিকে পূর্ব বাড্ডা ত্রিশ ফিট রাস্তা সংলগ্ন এলাকায় চলন্ত ট্রাক থেকে পড়ে যান ইয়াদ আলী। পরে ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে আমাদের ধারণা।’ তিনি আরও বলেন, ‘ইয়াদ আলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ মর্গে নেওয়া হয়।’
নিহতের চাচাতো ভাই মো. হেলাল উদ্দিনের বরাত দিয়ে রাসেল পারভেজ বলেন, ‘ইয়াদ আলী ট্রাকের শ্রমিক ছিলেন। যতটুকু শুনেছি, তারা আব্দুল্লাহপুর থেকে পাথর বোঝাই করে বাড্ডায় নামাতে যাচ্ছিলেন। পূর্ব বাড্ডা পৌঁছালে তিনি ট্রাক থেকে পড়ে যান। পরে ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।’
জানা গেছে, শেরপুরের শ্রীবর্দী উপজেলার হালগড়া গ্রামের মো. ঘমেজ ও মা জামিলা খাতুনের ছেলে ইয়াদ আলী। বর্তমানে রাজধানীর আব্দুল্লাহপুরে থাকতেন।