বাসচাপায় এসআই নিহত, সড়ক পরিবহণ আইনে মামলা
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বাসচাপায় পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সড়ক পরিবহণ আইনে মামলাটি দায়ের করেন বিমানবন্দর থানা পুলিশ।
এ বিষয়ে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) কায়কোবাদ। তিনি বলেন, এসআই তাজউদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলাটি দায়ের করেছেন। তবে এখনো বাসের চালক ও বাস শনাক্ত করা যায়নি।
এর আগে গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে পুলিশি তদন্তের কাজে বিমানবন্দর এলাকায় যান গুলশান থানার এসআই কামরুল ইসলাম (৩৩)। মোটরসাইকেলে চড়ে গিয়েছিলেন তিনি। কিন্তু, তিনি আর ফিরে আসতে পারেননি থানায়।
বিমানবন্দর এলাকার এপিবিএন মাঠের পাশ দিয়ে যখন কামরুল ইসলাম মোটরসাইকেল চালাচ্ছিলেন, তখন একটি দ্রুতগতির বাস তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই কামরুল নিহত হন। ওই ঘটনায় মামলাটি দায়ের করা হয়েছে।
আজ সকালে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এনটিভি অনলাইনকে বলেছিলেন, ‘কামরুল ইসলামের ওই এলাকায় একটি তদন্তের কাজ ছিল। তিনি সে কাজেই গিয়েছিলেন বলে আমি জানি। রাত ১০টা ৫০ মিনিটের দিকে একটি বাস কামরুলকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ বাস কিংবা এর চালককে গ্রেপ্তার করতে পারেনি। এখনো চালককে শনাক্তও করতে পারেনি।’
ওসি আরো বলেন, ‘কামরুলের আড়াই বছরের কন্যাসন্তান রয়েছে। তাঁর স্ত্রী পাগলপ্রায় হয়ে গেছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাব, এই অবস্থাও তাঁর নেই।
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) কায়কোবাদ সকালে বলেছিলেন, ‘এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। বাসটিকেও শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখার চেষ্টা করছি। এ ঘটনায় পুলিশ কর্মকর্তার স্ত্রী বাদী হয়ে একটি মামলা করবেন। বিষয়টি প্রক্রিয়াধীন।’