বিকল ট্রলার থেকে উদ্ধার ২০ জেলেকে মহাজনের কাছে হস্তান্তর
ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের ভারতের জলসীমায় মাছ ধরার ট্রলারসহ ২০ জেলেকে দেশে ফিরিয়ে এনে মহাজনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে ট্রলারের মালিক আবুল কাশেমের কাছে তাঁদের হস্তান্তর করেছেন কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার মোসায়েদ হোসেন।
উদ্ধার করা জেলেরা হলেন—নুরুল ইসলাম, মো. তাছিন, নুরুল ইসলাম, মো. হানিফ, মো. সোহেল, মো. বেল্লাল, মো. আলাউদ্দিন আহমেদ, আবু বকর, মো. মিরাজ, মো. সালাউদ্দিন, মো. সালাউদ্দিন, মো. সবুজ, মো. হারুন, মো. জামাল, মো. বসর, মো. মোস্তাফিজ, মো. সোলাইমান, মো. আবু জাহের, মো. রিপন ও মো. দেলোয়ার।
ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন জানান, গত ১১ ডিসেম্বর ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে সাগরে হারিয়ে যায়। বিষয়টি ভারতীয় কোস্ট গার্ডকে জানালে গত ২৬ ডিসেম্বর ওই ট্রলারসহ ২০ জেলেদের উদ্ধার করেন তাঁরা। পরে বাংলাদেশের কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা সদর দপ্তর) গতকাল রোববার দুই দেশের কোস্ট গার্ডের সমঝোতার মাধ্যমে জেলেদের এ দেশে আনেন।